Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০
বিস্তারিত

 

 

http://rda.gov.bd/img/ban-gov_logo.jpg

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

 

 

 

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ

 

  •  

 

জেলা প্রাণিসম্পদ অফিসার, সিরাজগঞ্জ

  • এর মধ্যে স্বাক্ষরিত

 

 

 

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

 

 

 

 

 

 

 

১ জুলাই, ২০২০ – ৩০ জুন, ২০2১

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূচিপত্র

 

 

উপক্রমণিকা

 

কর্মসম্পাদনের সার্বিক চিত্র

 

 

সেকশন ১:  রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং প্রধান কার্যাবলি

 

সেকশন ২: কৌশলগত উদ্দেশ্যভিত্তিক কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ

 

সেকশন ৩: কৌশলগত উদ্দেশ্যভিত্তিক কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ

 

 

সংযোজনী ১: শব্দসংক্ষেপ (Acronyms)

 

সংযোজনী ২: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী কার্যালয়সমূহ এবং পরিমাপ পদ্ধতি

 

সংযোজনী 3: কর্মসম্পাদন লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে মাঠ পর্যায়ের অন্যান্য কার্যালয়ের নিকট সুনির্দিষ্ট চাহিদা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপক্রমণিকা (Preamble)

 

 

 

সরকারি দপ্তর/সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরন এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প 2041 এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে-

 

 

 

 

উপজেলা

 

  •  

 

জেলা

  •  

 

এর মধ্যে ২০২০ সালের জুলাই মাসের ৩০ তারিখে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হল।

 

 

এই  চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিম্নলিখিত বিষয়সমূহে সম্মত হলেনঃ

 

 

 

 

 

জেলা প্রাণিসম্পদ দপ্তর, ‍ুসিরাজগঞ্জ-এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র

(Performance Overview of the District)

 

সাম্প্রতিক অর্জন , চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

 

সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহ:

কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুধ উৎপাদন বৃদ্ধিসহ সংরক্ষণ, রোগ নিয়ন্ত্রণ ও জাত উন্নয়নে এখাতে রয়েছে অভাবনীয় সাফল্য। এ ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।  ২০১৮-১৯ অর্থবছরে জিডিপিতে স্থিরমূল্যে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৪৭% এবং প্রবৃদ্ধির হার ৩.৪৭% (বিবিএস, ২০২০)। মোট কৃষিজ জিডিপি’তে প্রাণিসম্পদ খাতের অবদান  ১৩.৪৬%। তাছাড়া ২০১৮-১৯ অর্থ বছরে প্রাণিসম্পদ খাতে জিডিপির আকার ছিল ৪৩২১২ কোটি টাকা যা বিগত ২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় ৩৫৮৭.৪০ কোটি টাকা বেশি (বিবিএস, ২০২০) । অধিকন্তু, ২০১৮-১৯ অর্থ বছরে প্রাণিসম্পদ খাতে উৎপাদিত কাঁচা ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি আয় ছিল প্রায়  ১৮৫৬.৪০ কোটি টাকা (ইপিবি, ২০১৮-১৯)। জনসংখ্যার প্রায় ২০% প্রত্যক্ষ এবং ৫০% পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের ওপর নির্ভরশীল। প্রাণিজ আমিষের প্রধান উৎস মাংস, দুধ ও ডিমের উৎপাদন বিগত তিন বছরে যথাক্রমে প্রায় ৭%, ১৪% ও ১২% বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে মাংস, দুধ ও ডিমের জন প্রতি প্রাপ্যতা বেড়ে যথাক্রমে ১২৬.২০ গ্রাম/দিন, ১৭৬.৬৩ মি.লি/দিন ও ১০৪.২৩ টি/বছর এ উন্নীত হয়েছে যা দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিগত তিন বছরে জেলা প্রাণিসম্পদ দপ্তর, ‍ুসিরাজগঞ্জ-এর অর্জনসমূহ নিম্নরূপ:

  •  
  •  
  •  
  •  
  • (লক্ষ মেট্রিক টন)
  1.  
  1.  
  1.  
  • (লক্ষ মেট্রিক টন)
  1.  
  1.  
  1.  
  • (কোটি)
  1.  
  1.  
  1.  
 

 

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ :

 

গবাদিপশুর গুণগত মানসম্পন্ন খাদ্যের অপ্রতুলতা, রোগের প্রাদুর্ভাব, সুষ্ঠু সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার সংকট, লাগসই প্রযুক্তির অভাব, অসচেতনতার, প্রণোদনামূলক উদ্যোগের সংকট, উৎপাদন সামগ্রীর উচ্চ মূল্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সীমিত জনবল ও বাজেট  প্রাণিসম্পদ উন্নয়নে অন্যতম চ্যালেঞ্জ।

 

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

মুজিব বর্ষের কর্মপরিকল্পনা, সরকারের নির্বাচনী অঙ্গীকার, অষ্টম পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে প্রাণিজাত পণ্যের যথাযথ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে বাজার ব্যবস্থার সংযোগ জোরদারকরণ, পণ্যের বহুমুখীকরণ, ফুড সেফটি নিশ্চিতকরণ এবং ক্যাটেল ইনসুরেন্স ব্যবস্থা প্রবর্তন করা হবে। গবাদিপশু ও পাখির রোগ নিয়ন্ত্রণ, নজরদারি, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং রোগ অনুসন্ধান গবেষণাগার স্থাপন করা হবে ।  দুগ্ধ ও মাংসল জাতের গরু উৎপাদন বৃদ্ধির জন্য কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গরু-মহিষের জাত উন্নয়ন এবং অধিক মাংস উৎপাদন ক্ষমতা সম্পন্ন গরুর জাত উন্নয়ন করা হবে। পশু খাদ্যের সরবরাহ বাড়াতে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ, টিএমআর প্রযুক্তির প্রচলন, উৎপাদন উপকরণ এবং প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার স্থাপন করা হবে। তাছাড়া প্রাণিসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি প্রাণিজ আমিষের নিরাপত্তা বিধান, আপামর জনগোষ্ঠীর পুষ্টির চাহিদাপূরণ, রপ্তানি আয় বৃদ্ধি ও অভিষ্ঠ জনগোষ্ঠীর অংশ গ্রহণের মাধ্যমে কাঙ্খিত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ। সর্বোপরি, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট SDG-এর ৯টি অভীষ্ট ও ২৮টি লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণিসম্পদ অধিদপ্তর ইতোমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে  যা সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

২০২০- 2১ অর্থ বছরে সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ

 

  • গবাদিপশুর উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দুধ, মাংশ ও ডিম উৎপাদন যথাক্রমে ০.৪৫  লক্ষ মে. টন, ০.২৬  লক্ষ মে. টন এবং ৬.৫০  কোটিতে উন্নীত করা;
  • রোগ প্রতিরোধে ৭.৮৯  লক্ষ গবাদিপশু-পাখিকে কে টিকা প্রদান;
  • মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এবং পশুখাদ্য বিধিমালা-২০১৩ বাস্তবায়নে ২০০  টি খামার/ফিডমিল/হ্যাচারি পরিদর্শন করা;
  • গবাদিপশু-পাখি পালনে সক্ষমতা বৃদ্ধিতে ৪৫  টি উঠান বৈঠক পরিচালনা করা;
  • গবাদিপশু ও হাঁসমুরগির খাদ্যে ও অন্যান্য প্রাণিজাত পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণে ০২  টি মোবাইল কোর্ট পরিচালনা করা;
  • জীব নিরাপত্তা ও নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকল্পে খামারী পর্যায়ে ৩  টি পোল্ট্রি খামার রেজিস্ট্রেশন ও নবায়ন এবং ৬  টি  গবাদিপশুর খামার  রেজিস্ট্রেশন ও নবায়ন করা;
  • মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা বৃদ্ধির জন্য মোট ৩৬  জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) কে প্রশিক্ষণ প্রদান করা।

 

 

 

 

সেকশন ১:

 

রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি

১.১ রূপকল্প (Vision) :

সকলের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহকরণ।

১.২ অভিলক্ষ্য (Mission) :

প্রাণিসম্পদের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের (Value addition) মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদাপুরণ।

১.৩ কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):

       ১.৩.১ অধিদপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ

১. গবাদি পশু-পাখির  উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি

২. গবাদি পশু-পাখির চিকিৎসা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ

৩. মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

৪. নিরাপদ প্রাণিজাত পণ্য (দুধ, মাংস ও ডিম) উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা

৫. গবাদি পশু-পাখির জেনেটিক রিসোর্স সংরক্ষণ ও উন্নয়ন

 

১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ

১. দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ

২. কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি

৩. আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন

 

১.৪ কার্যাবলি (Functions):

১.  দুধ, মাংস,ও ডিমের উৎপাদন বৃদ্ধি করা

২.  গবাদি পশু-পাখির  চিকিৎসা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ

৩.  গবাদি পশু-পাখির কৃত্রিম প্রজনন সম্প্রসারণ

৪.  গবাদি পশু-পাখির পুষ্টি উন্নয়ন

৫.  গবাদি পশু-পাখির জাত উন্নয়ন

৬.  প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মূদ্রা অর্জন

৭.  গবাদি পশু-পাখির খামার ব্যবস্হাপনার উন্নয়ন

৮. গবাদি পশু-পাখির কৌলিকমান সংরক্ষণ ও উন্নয়ন

৯.  প্রাণিসম্পদ সম্পর্কিত গবেষণা ও উন্নয়ন

১০.  প্রাণিসম্পদ সংক্রান্ত আইন, বিধিমালা ও নীতিমালা প্রণয়ন, হালনাগাদকরণ এবং বাস্তবায়ন

১১.  প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন

 

সেকশন ২

দপ্তর/সংস্হার বিভিন্ন কার্যক্রমের চুড়ান্ত ফলাফল/প্রভাব (Outcome/Impact)

 

চুড়ান্ত ফলাফল/প্রভাব (Outcome/ Impact)

কর্মসম্পাদন সূচকসমূহ

(Performance Indicator)

একক (Unit)

প্রকৃত অর্জন

লক্ষ্যমাত্রা ২০২০-২১

প্রক্ষেপণ

 

নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থাসমূহের নাম

 

উপাত্তসূত্র (Source of Data)

২০১৮-১৯

 

২০১৯ -২০*

২০২১-২২

২০২২-2৩

1

2

3

4

5

6

7

8

9

10

 

দুধ উৎপাদন বৃদ্ধি

জনপ্রতি দুধের প্রাপ্যতা

পরিমাণ

(মিলি/দিন)

১৬৫.০৭

১৭৫.৬৩

১৯০

২০৫

২২০

বিএলআরআই, মিল্কভিটা, উন্নয়ন সহযোগী সংস্থা

প্রাণিসম্পদ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন,  বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা এবং বিসিএস

মাংস উৎপাদন বৃদ্ধি

জনপ্রতি মাংসের প্রাপ্যতা

পরিমাণ

 (গ্রাম/দিন)

১২৪.৯৯

১২৬.২০

১৩২

১৩৬

১৪০

বিএলআরআই, উন্নয়ন সহযোগী সংস্থা

প্রাণিসম্পদ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন,  বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা এবং বিসিএস

ডিম উৎপাদন বৃদ্ধি

জনপ্রতি ডিমের প্রাপ্যতা

পরিমাণ

(সংখ্যা/বছর)

১০৩.৮৯

১০৪.২৩

১২০

১৩২

১৪2

বিএলআরআই, উন্নয়ন সহযোগী সংস্থা

প্রাণিসম্পদ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন,  বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা এবং বিসিএস

জাতীয় রপ্তানিতে প্রাণিসম্পদ পণ্যের  আয় বৃদ্ধি

রপ্তানি আয়

মূল্যমান (কোটি টাকা)

১৮৫৬.৪০

১২৫৬

19০০

২1০০

২3০০

বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, উন্নয়ন সহযোগী সংস্থা

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ব্যাংক এর প্রতিবেদন।

 

*সাময়িক

 

 

 

 

 

 

 

সেকশন ৩

কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষমাত্রাসমূহ

(মোট মান-75)

কৌশলগত

উদ্দেশ্য (Strategic Objectives)

 

কৌশলগত উদ্দেশ্যের মান

(Weight of strategic objective)

কার্যক্রম

(Activities)

 

 

কর্মসম্পাদন

সূচক (Performance Indicators)

 

 

একক (Unit)

 

 

কর্মসম্পাদন

সূচকের মান (Weight of Performane Indicators)

প্রকৃত অর্জন

লক্ষ্যমাত্রা/নির্ণায়ক: ২০২০-২১

প্রক্ষেপন (Projection)

২০২১-২২

প্রক্ষেপন (Projection)

২০২২-2৩

অসাধারণ

অতি উত্তম

উত্তম

চলতি মান

চলতি মানের নিম্নে

২০১-১

২০১-২০*

১০০%

৯০%

৮০%

৭০%

৬০%

১০

১১

১২

১৩

১৪

১৫

দপ্তর/সংস্থার কৌশলগত উদ্দেশ্যসমূহ

1.গবাদিপশু-পাখির  উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি

 

১৪

1.1 কৃত্রিম প্রজনন সম্প্রসারণ

প্রজননের সংখ্যা

সংখ্যা (লক্ষ)

8.০০

০.১৩৪৫

০.১৪২০

 

 

 

 

 

 

 

1.2 সংকর জাতের গবাদিপশুর বাছুরের তথ্য সংগ্রহ

তথ্য সংগৃহীত বাছুর

সংখ্যা (লক্ষ)

৬.00

০.০৪৬০

০.০৫১১

 

 

 

 

 

 

 

2. গবাদিপশু-পাখির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ

 

৩১.00

2.1 গবাদি পশুর টিকা প্রদান

টিকা প্রয়োগকৃত পশুর সংখ্যা

সংখ্যা (লক্ষ)

4.00

০.০৭০

০.৪৮

০.৫৮

০.৫২

০.৪৬

০.৪১

০.৩৫

০.৪৮

০.৪৯

2.2. হাস মুরগীর টিকা প্রদান

টিকা প্রয়োগকৃত পাখির সংখ্যা

লক্ষ

4

৬.৫০

৮.০০

৭.৪০

৬.৬৬

৫.৯৯

৫.১৮

৪.৪৪

৭.৫৮

৭.৭৭

2.3 গবাদিপশুর চিকিৎসা প্রদান

চিকিৎসাকৃত গবাদিপশু

সংখ্যা (লক্ষ)

5.০০

০.২৩

০.২৫

0.25

০.২৩

০.২০

০.১৮

০.১৫

০.২৬

০.২৭

2.4 হাঁস-মুরগির চিকিৎসা প্রদান

চিকিৎসাকৃত হাঁস-মুরগি

সংখ্যা (লক্ষ)

5.00

২.০০

২.০০

2

১.৮

১.৬

1.৪

১.২

২.০৫

২.১০

২.5 পোষাপ্রাণির চিকিৎসা প্রদান

চিকিৎসাকৃত পোষাপ্রাণি

সংখ্যা

3.০০

 

১৫

১৫

১৪

১২

১১

০৯

১৬

১৭

2.6 গবাদিপশু-পাখির রোগ অনুসন্ধানে নমুনা সংগ্রহ ও গবেষণাগারে প্রেরণ

প্রেরীত নমুনা

সংখ্যা

4.00

৭০

১০০

১০০

৯০

৮০

৭০

৬০

১০৩

১০৫

2.7 গবাদি পশু-পাখির ডিজিজ সার্ভিল্যান্স

সার্ভিল্যান্সকৃত সংখ্যা

সংখ্যা

3.00

১০

১৫

15

14

12

11

9

16

17

২.8 ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প স্থাপন

স্থাপনকৃত ভেটেরিনারি ক্যাম্প

সংখ্যা

3.০০

 

০৫

3. মানবসম্পদ উন্নয়ণ ও কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি

20

3.1 খামারিদের প্রশিক্ষণ প্রদান

প্রশিক্ষণ প্রাপ্ত  খামারি

জন

(সংখ্যা)

4.০০

২৫১

৫০০

৫০০

450

400

350

300

513

526

3.2 মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ প্রদান

প্রশিক্ষণ প্রাপ্ত মাংস প্রক্রিয়াজাতকারী

জন

(সংখ্যা)

2.০

১৮

৩৬

৩২

২৯

২৫

২২

৩৭

৩৮

3.3 গবাদিপশু-পাখি পালনে সক্ষমতা বৃদ্ধিতে  উঠান বৈঠকের আয়োজন

আয়োজিত উঠান বৈঠক

সংখ্যা

5.00

৪৫

৪৫

৪৫

৪১

৩৬

২১

২৭

৪৬

৪৭

উঠান বৈঠকে অংশগ্রহণকারী

জন

(সংখ্যা)

5.00

৪৫৬

৫৫০

৫৫০

৪৯৫

৪৪০

৩৮৫

৩৩০

৫৬১

৫৭২

3.4 স্হায়ী ঘাস চাষ সম্প্রসারণ

স্হায়ী ঘাস চাষকৃত জমি

একর

4.00

১.৫০

১১.০০

11

10

9

8

7

12

13

4. নিরাপদ প্রাণিজাত পণ্য (দুধ, মাংস ও ডিম)  উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা

10.00

4.1 খামার/ফিডমিল/ হ্যাচারি পরিদর্শন

পরিদর্শনকৃত খামার/ ফিডমিল/ হ্যাচারি

সংখ্যা

3.০০

১০৭

২০০

২০০

180

160

140

120

205

210

 

4.2  নতুন খামার রেজিষ্ট্রেশন

 

রেজিষ্ট্রিকৃত গবাদিপশুর খামার

সংখ্যা

2.00

 

6

5

 

3

2

7

8

রেজিষ্ট্রিকৃত পোল্ট্রি খামার

সংখ্যা

2.00

3

3

2

2

1

4

5

4.3 প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা

পরিচালিত মোবাইল কোর্ট

সংখ্যা

3.00

1

1

0

0

3

3

 

-*সাময়িক

 

 

 

 

 

 

 

 

মাঠ পর্যায়ের আবশ্যিককৌশলগতউদ্দেশ্যসমূহ ২০২০-২১

(মোট মান-২৫)

 

কলাম-

কলাম-

কলাম-

কলাম-

কলাম-

কলাম-

কৌশলগতউদ্দেশ্য

(Strategic Objectives)

কৌশলগতউদ্দেশ্যেরমান

(Weight of Strategic

Objectives)

কার্যক্রম

(Activities)

কর্মসম্পাদনসুচক

(Performance Indicator)

একক

(Unit)

কর্মসম্পাদনসূচকেরমান

(Weight of

Performance

Indicator)

ক্ষ্যমাত্রারমান২০২০-২১

অসাধারণ

(Excellent)

অতি উত্তম

(Very

Good)

উত্তম

(Good)

চলতি মান

(Fair)

চলতিমানের নিম্নে

(Poor)

১০০%

৯০%

৮০%

৭০%

৬০%

[১] দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ

১১

[১.১] বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন।

[১.১.১] এপিএ’র সকল ত্রৈমাসিক প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশিত

সংখ্যা

-

-

-

-

[১.১.২] এপিএ টিমের মাসিক সভা অনুষ্ঠিত

সংখ্যা

১২

১১

-

-

-

[১.২] শুদ্ধাচার/উত্তম চর্চার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়

[১.২.১] মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংখ্যা

-

-

[১.৩] অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে  সেবাগ্রহীতা /অংশীজনদের অবহিতকরণ

[১.৩.১]অবহিতকরণ সভা আয়োজিত

সংখ্যা

-

-

[১.৪] সেবা প্রদান প্রতিশ্র

ডাউনলোড
প্রকাশের তারিখ
08/07/2020
আর্কাইভ তারিখ
05/08/2020