Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

১।  হাসপাতালে আগত গবাদিপশু ও হাঁস মুরগীর চিকিৎসা প্রদান।

  

২।  গবাদিপশু ও হাঁস মুরগীর নমুনা (রক্ত, গোবর) পরীক্ষা করা এবং প্রয়োজনে  এফ,ডি,আই,এল সিরাজগঞ্জে প্রেরণ।

 

৩। গবাদিপশু,হাঁস মুরগীর টিকাবীজ সরবরাহ ও নির্ধারিত মূল্যে বিক্রয়।

 

৪।  হাঁস-মুরগী বিতরণ এবং পশু পালনসম্পর্কে প্রশিক্ষণ প্রদান ।

 

৫।  গবাদিপশু ও হাঁস-মুরগীরোগাক্রান্ত এলাকা পরিদর্শণ,রোগ নির্ণয় ও ব্যবস্থা গ্রহণ

 

৬।  ব্যক্তিমালিকানাধীন খামার স্থাপনে উদ্বুদ্ধ করণ সহ রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা।

 

৭। প্রাকৃতিক দূর্যোগ চলাকালে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের

 

৮। সহযোগীতায় গবাদিপশু ও হাঁস-মুরগী জরুরী চিকিৎসাপ্রদান,টিকাদান ও

ত্রান বিতরণ।

 

  1.  ৯। উন্নত জাতের গবাদিপশু,ও হাঁস-মুরগী খামারীদের অনুদান প্রদান।
  2.  

        ১০।  প্রজনন পয়েন্টে আনিত গাভী নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে প্রজননের ব্যবস্থা গ্রহন ও    গাভীর গর্ভ পরীক্ষা করা।